1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

আদানির দুই ইউনিট চালু, পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকেই বাংলাদেশে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এক ইউনিট থেকে ৭৩৯ মেগাওয়াট ও অপরটি থেকে ৬৩৭ মেগাওয়াট, মোট ১,৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে আদানি গ্রুপের একটি সূত্র।

এর আগে ৮ এপ্রিল প্রথম ইউনিট ও পরে শুক্রবার রাতে দ্বিতীয় ইউনিট অচল হয়ে যাওয়ায় কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে শনিবার কিছু এলাকায় লোডশেডিং দেখা দিলেও ছুটির দিন হওয়ায় প্রভাব ছিল তুলনামূলক কম।

পিজিসিবি ও পিডিবি জানায়, ঘাটতি পূরণে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানো হয় এবং গ্যাস সরবরাহ বৃদ্ধিতে পেট্রোবাংলাকে অনুরোধ করা হয়। তবে এখন দুই ইউনিটই সচল হওয়ায় স্বস্তি ফিরেছে বিদ্যুৎ খাতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!