1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আগামী ৬ জুন (শুক্রবার) ইন্দোনেশিয়ায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আগামীকাল বুধবার (২৮ মে) সেখানে জিলহজ মাসের প্রথম দিন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া সরকারের ঘোষণার পর, এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোও চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অঞ্চলটির বিভিন্ন দেশে আজ সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা চলছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তারা ঈদের তারিখ ঘোষণা করবে বলে জানা গেছে।

এদিকে, আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান পূর্বাভাস দিয়েছেন, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় আমিরাতের আকাশে চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি ইমারত আল ইয়ুমকে জানান, “আমিরাতের সময় অনুযায়ী, আজ সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হয়েছে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট দেখা যাবে।”

তবে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই আমিরাতে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারিত হবে। ইসলামিক গাইডলাইন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার তথ্য যাচাই করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

উল্লেখ্য, আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ১০ তারিখে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। হজ ও কোরবানির এই উৎসবকে ঘিরে এখন মুসলিম বিশ্বে চাঁদ দেখার দিকেই দৃষ্টি সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট