আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে আগামী ৭ জুন সম্ভাব্য ঈদ ধরে টিকিট বিক্রির কর্মসূচি চলছে, যার আওতায় আজ বিক্রি হচ্ছে ৪ জুনের ট্রেনের টিকিট।
রোববার (২৫ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি এবং দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।
টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী:
৩১ মে’র টিকিট বিক্রি হয় ২১ মে
১ জুনের টিকিট বিক্রি হয় ২২ মে
২ জুনের টিকিট বিক্রি হয় ২৩ মে
৩ জুনের টিকিট বিক্রি হয় ২৪ মে
আজ ৪ জুনের টিকিট বিক্রি হচ্ছে ২৫ মে
৫ জুনের টিকিট মিলবে ২৬ মে
৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে
প্রতিটি যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।