বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে মাঠে নেমেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরির। ম্যাচে একের পর এক সুযোগ হারিয়ে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের।
কিক অফের পরই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ১ মিনিটের মাথায় ভারতের গোলকিপার ভিশাল কাইথের ভুলে বল বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে চলে আসে। তবে পোস্ট ফাঁকা পেয়েও তিনি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।
এরপর ৯ মিনিটে বক্সে দাঁড়ানো শাহরিয়ার ইমন মোরসালিনের পাস থেকে বল পেলেও গোল করতে পারেননি। হামজা চৌধুরি কর্নার কিক নিলেও সেটি ভারতের গোলকিপারের হাতে চলে যায়। ৪০ মিনিটে জনির সামনে শুধু ভারতের গোলকিপার ভিশাল ছিলেন, কিন্তু শট নিতে না পারায় আরেকটি সুযোগ নষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭ মিনিটে হামজা চৌধুরির ট্যাকলে আসন্ন বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ৬১ মিনিটে ভারতীয় গোলকিপারের ভুল পাস থেকে বল পেলেও জনি গোল করতে ব্যর্থ হন।
৭৮ মিনিটে মোরছালিন ও হৃদয়কে তুলে মোহাম্মদ সোহেল ও সোহেল রানাকে মাঠে নামায় বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি নামা ফয়সাল বাঁ পায়ের দুর্দান্ত শট নিলেও ভারতের গোলকিপার তা ঠেকিয়ে দেন। অতিরিক্ত সময়ের শেষ মিনিটেও আরেকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
এদিন জামাল ভূঁইয়া ছিলেন না বাংলাদেশের প্রথম একাদশে। ম্যাচজুড়ে বাংলাদেশ একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।