1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

এটিএম আজহারুল ইসলাম খালাস, আগামীকাল মুক্তি পাচ্ছেন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৭ মে) এ রায় ঘোষণার পর, তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল বুধবার (২৮ মে) তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

মঙ্গলবার (২৭ মে) সকালে সাংবাদিকদের তিনি বলেন, “ইনশাআল্লাহ, আশা করি আগামীকাল সকালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।”

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছিল। তবে আপিল বিভাগ সে রায় বাতিল করে খালাস দেন। রায়ের অনুলিপি কারাগারে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন এটিএম আজহার। তার খালাস ও সম্ভাব্য মুক্তিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!