শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, “এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।” তবে এবারের ঈদ এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন জাতি ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে চেপে বসা জুলুমের শাসন থেকে মুক্ত হয়ে দেশের মানুষ এখন স্বাধীন পরিবেশে শ্বাস নিতে পারছে, মত প্রকাশের সুযোগ পাচ্ছে এবং শান্তিতে বসবাস করতে পারছে।
তিনি বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি আজ শান্তি ও স্বাধীনতার স্বাদ পাচ্ছে, মহান আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। আহত ও পঙ্গুত্ববরণ করা ভাই-বোনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদী স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো দেশে নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “সরকারকে অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।” তিনি সকলকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সংহতি বজায় রেখে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।