
চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশ মরক্কো।
মরক্কোর হয়ে দুটি গোলই করেছেন দলের তরুণ ফরোয়ার্ড ইয়াসির জাবিরি—যিনি নিজেকে লিওনেল মেসির ভক্ত বলে পরিচয় দেন। তার অসাধারণ পারফরম্যান্সে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে থামিয়ে দিল মরক্কো।
ফাইনালের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় মরক্কো। ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টাইন রক্ষণভাগকে একের পর এক চাপে ফেলেন জাবিরি, ওথমান মাম্মা ও জেসিম ইয়াসিন। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেছিলেন জাবিরি, তবে গোলকিপার সান্তিয়াগো বারবির ফাউলে তা নষ্ট হয়। ভিএআর পর্যালোচনায় বারবিকে হলুদ কার্ড দেখান রেফারি, এবং সেই ফ্রি–কিক থেকেই বাঁ পায়ের জোরালো শটে জালের দেখা পান জাবিরি।
এর কিছুক্ষণ পরই দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। দ্রুত পাল্টা আক্রমণে ডি–বক্সে ঢুকে নিখুঁত ফিনিশে মরক্কোর লিড দ্বিগুণ করেন তিনি।
৭৬ শতাংশ সময় বল দখলে রেখে ও ২০টি শট নিয়েও জালের দেখা পায়নি আর্জেন্টিনা। ফাইনালে মরক্কোর কাছে হারের পর কেঁদে ফেলেন তরুণ আর্জেন্টাইনরা।
ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ বিশ্ব ফুটবলে একের পর এক তারকা তৈরি করেছে—ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হলান্ডের মতো তারকারা এই টুর্নামেন্ট থেকেই বড় হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো মরক্কোর নতুন নক্ষত্র ইয়াসির জাবিরির নাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply