
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে বাবুবাজার এলাকার আরমানিটোলায় অবস্থিত হাজী টাওয়ারে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ১৪ তলা হাজী টাওয়ারের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৬টা ৪৫ মিনিটে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরবর্তীতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং সুত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply