
চট্টগ্রামের রাউজানে তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য জানান। পুলিশের অভিযানে অংশ নিয়েছিল জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাউজান থানা ও পটিয়া থানা।
এর আগে মঙ্গলবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় স্থানীয় মুদি দোকানদার জহির আহমেদকে প্রথমে আটক করা হয়। পরে তার দোকানের রেক থেকে একটি বিদেশি পিস্তল এবং দুটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জহিরের তথ্যের ভিত্তিতে পরে পটিয়া থানার হাই ঈদগাঁ মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে জহির আহমেদ (৫২)
একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাবিবের ছেলে মোঃ সাকিবুল ইসলাম (২২)
মোহাম্মদ রানা
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সোমবার (১৭ নভেম্বর) রাউজান থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হুমায়ুন উদ্দীনের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর চৌধুরীহাট এলাকার একটি পুকুরপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো মামলার পলাতক আসামি মহিউদ্দীন লুকিয়ে রেখেছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply