
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য ছিলেন— বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠশেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
অ্যাটর্নি জেনারেল জানান, আসামিরা যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকেই রায়ের কার্যকারিতা শুরু হবে।
শেখ হাসিনা — পলাতক
আসাদুজ্জামান খাঁন কামাল — পলাতক
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন — গ্রেফতার হয়ে বছরখানেক ধরে কারাগারে
তিনি ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
প্রসিকিউশন তার শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেয়।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়—
১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেওয়া
হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ
চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ
আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply