1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার (১৭ মে) ঘোষণা করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আলোচিত এ মামলার বিচার কাজ অল্প সময়ের মধ্যেই শেষ করে রায় দিতে যাচ্ছেন আদালত।

গত মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক এম জাহিদ হাসানের আদালত এ রায় ঘোষণার দিন ধার্য করেন।

এর আগে, গত ১২ মে সকাল ১০টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। তবে প্রথমদিনে পুরো কার্যক্রম শেষ না হওয়ায় ১৩ মে আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়।

সেদিন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল বলেন, “মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্কের দিন ছিল। সকালে আসামিদের উপস্থিতিতে আদালতে রাষ্ট্রপক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।”

উল্লেখ্য, গত ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!