
গ্যাসের অভাবে প্রায় আট মাস ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কারখানার প্রধান ফটকের সামনে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে জানানো হয়, গত ১ মার্চ উৎপাদন চলাকালীন অবস্থায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ কারখানার গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। এর ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ১৫০ টন ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদ। বক্তব্য রাখেন উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান।
বক্তারা অভিযোগ করেন, দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই কারখানাটি সচল থাকলে সরকারেরই লাভ হতো। কিন্তু একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির কমিশন বাণিজ্যের স্বার্থে আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। এতে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অলাভজনক হয়ে পড়ছে।
বক্তারা অবিলম্বে গ্যাস সরবরাহ পুনরায় চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানান। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে কারখানা চত্বরে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply