1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এতে অন্তত ১৬ জন হুথি সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) গভীর রাতে হুথি বিদ্রোহীরা এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হুথি গোষ্ঠী ঘোষণা করেছে যে মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। তবে হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা হতাহতের সংখ্যা, হামলার সময় বা সঠিক অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি।

এর আগে, ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী ও দুই শিশু আহত হওয়ার খবর পাওয়া যায়। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভির তথ্যমতে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় এসব বিমান হামলা চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট