
যশোরের বড় বালিয়াডাঙ্গা গ্রামে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণকে কেন্দ্র করে শত্রুতার জেরে একটি বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় বাড়ির কয়েকজন সদস্য রক্তাক্ত জখম হন। এ ঘটনায় শুক্রবার রাতে ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন গৃহবধূর শাশুড়ি রঙ্গিলা বেগম।
মামলায় রঙ্গিলা বেগম অভিযোগ করেছেন, তার পুত্রবধূকে বিভিন্ন সময়ে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়েছিলেন মুরসালিন ওরফে সালমান। রাজি না হওয়ায় তিনি ষড়যন্ত্রের পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে কয়েকদিন আগে পুত্রবধূর গোসলের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তার মোবাইল কেড়ে নেয় এবং পরে ফেরত দেয়।
মামলার অনুযায়ী, প্রতিশোধ হিসেবে গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে মুরসালিন ও তার সহযোগীরা চাইনিজ কুড়াল, শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে রঙ্গিলা বেগমের বাড়িতে হামলা চালায়। হামলায় তার বড় ছেলে কুপিয়ে জখম হয়। ঠেকাতে গেলে রঙ্গিলা বেগম, তার জা বৃষ্টি খাতুন ও স্বামী মোশারেফকেও মারধর করে আহত করা হয়। হামলাকারীরা এরপর হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর রঙ্গিলা বেগম থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা এসআই তানিম ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply