
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে দীর্ঘ অভিযানের পর শিশুটিকে তুলে আনা হয়। উদ্ধার হওয়ার পর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।
বুধবার বেলা একটার দিকে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গেলে শিশুটি একটি গভীর গর্তে পড়ে যায়। সাজিদ ওই গ্রামের মো. রাকিবুল ইসলামের ছেলে।
স্থানীয়দের জানান, এ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় নতুন করে গভীর নলকূপ বসানো নিষিদ্ধ। তারপরও কছির উদ্দিন নামে এক ব্যক্তি পানির স্তর যাচাইয়ের জন্য গর্তটি খনন করেছিলেন। গর্তটি ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে আবারও ফাঁক সৃষ্টি হয়, যা থেকে এই দুর্ঘটনা ঘটে।
শিশুটিকে উদ্ধারে বুধবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে একে একে আটটি ইউনিট এতে যোগ দেয়। মূল গর্তের পাশ দিয়ে খনন করে শিশুর কাছে পৌঁছাতে সন্ধ্যা থেকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। প্রায় ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয় সাজিদকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply