শারজাহের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
প্রথম ম্যাচে ৩৪ রানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়। তবে এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না মোস্তাফিজুর রহমানকে। আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি।
দলে আরও কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন সাবেক অধিনায়ক শান্ত, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। অন্যদিকে, বাদ পড়েছেন মোস্তাফিজ ছাড়াও তানভীর, শতক হাঁকানো ইমন, এবং হাসান মাহমুদ।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফলে আগে ব্যাটিংয়ে নামবে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ।