1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: সেনাবাহিনীর প্রধান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশে সবার অধিকার সমান এবং ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি-বাঙালি সবাই শত শত বছর ধরে শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান এবং সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে শান্তিতে বসবাস করতে হবে। তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী সারাদেশে মোতায়েন রয়েছে এবং জনগণের পাশে থেকে কাজ করছে।

অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহস যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়। তিনি স্বাধীনতাকে রক্ষা করাকে সবার পবিত্র দায়িত্ব উল্লেখ করেন এবং বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করা যায়। তিনি শ্রীকৃষ্ণের শিক্ষা সমাজে ন্যায় ও আলোর পথ প্রদর্শনে সহায়ক হবে বলে মন্তব্য করেন।

পরে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!