1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৩ জানুয়ারি

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি–সংক্রান্ত মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন তারিখ নির্ধারণ করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা দাখিল করতে পারেনি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পরবর্তী নতুন তারিখ হিসেবে ১৩ জানুয়ারি নির্ধারণ করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট ব্যবস্থার মাধ্যমে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয় এবং পরে অর্থটি ফিলিপাইনে পাচার করা হয়। ঘটনায় আন্তর্জাতিক হ্যাকার চক্রের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সহযোগী মহলের সম্পৃক্ততা থাকার ধারণা করা হচ্ছে।

ঘটনার এক মাস পর, ১৫ মার্চ ২০১৬, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এবং দণ্ডবিধি ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়।

বর্তমানে মামলার তদন্ত সিআইডির অধীনে চলছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!