
বাংলাদেশ পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন পোশাক পরতে শুরু করেছেন। তবে জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ সদস্যরা এখনো নতুন পোশাক পাননি। পর্যায়ক্রমে তাদের কাছেও সরবরাহ করা হবে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করে। এর অংশ হিসেবে মহানগর পুলিশের জন্য লৌহ রঙের নতুন পোশাক চালু করা হয়েছে। একই পোশাক পরবে পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার থেকে সব মহানগরে নতুন পোশাক কার্যকর হয়েছে এবং পর্যায়ক্রমে সব সদস্যের কাছে তা পৌঁছে দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ সদস্যরা ধাপে ধাপে এই নতুন পোশাক পরবেন। তবে বিশেষ ইউনিট এপিবিএন ও এসপিবিএন তাদের আগের পোশাক বজায় রাখবে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পুলিশ, র্যাব এবং আনসারের জন্য তিন ধরনের নতুন পোশাক নির্বাচন করা হয়েছে, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, “পোশাকের সঙ্গে সঙ্গে সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply