1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে টানা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে দারুণ ছন্দে বাংলাদেশ। শুক্রবার (৮ আগস্ট) লাও ন্যাশনাল স্টেডিয়ামে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজরা।

তৃষ্ণা রানী করেন হ্যাটট্রিক, একটি করে গোল স্বপ্না রানী, সাগরিকা, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও নবিরন খাতুনের। প্রথমার্ধে শিখা, শান্তি, নবিরন ও তৃষ্ণার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। বিরতির পর তৃষ্ণা আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন, বাকিটা সাগরিকা ও স্বপ্নার।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাঘিনীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!