1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

মহান বিজয় দিবসে প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড, গিনেজে বাংলাদেশের নাম

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মহান বিজয় দিবসে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই কৃতিত্বের মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ‘টিম বাংলাদেশ’-কে এই স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, স্কাইডাইভিং বা প্যারাসুট জাম্পের সময় একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়ে ‘টিম বাংলাদেশ’। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় এই রেকর্ডটি সফলভাবে সম্পন্ন করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কাইডাইভারদের নিয়ে গঠিত ‘টিম বাংলাদেশ’ এই ঐতিহাসিক উদ্যোগ নেয় জাতীয় ঐক্য ও সহযোগিতার বার্তা তুলে ধরতে। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসেই তারা এই বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাসে স্থান করে নেয়।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, “আজ দেশের সকল মানুষের জন্যই গর্বের দিন। এই অর্জনের আনন্দ আমরা দেশের মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

মহান বিজয় দিবসে এই বিশ্ব রেকর্ড গড়ার অভিযানে অংশ নেন মোট ৫৪ জন স্কাইডাইভার। তাঁদের মধ্যে ছিলেন—চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান, এস. এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস. এম. এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন এবং মো. তৌফিকুর রহমান চাকলাদার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!