1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়, প্রথম দিনেই ১৯১ রানে অলআউট বাংলাদেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ধস নামল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ৬১.2 ওভারে মাত্র ১৯১ রানেই অলআউট হয় টাইগাররা।

উইকেটে থিতু হয়েও শুরুতে ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এরপর শান্ত (৪০) ও মুমিনুল হকের (৫৬) জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ালেও মিডল অর্ডারে ধস নামে। জাকের আলী ২৮ ও হাসান মাহমুদ ১৯ রান করে বিদায় নেন।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে দাপট দেখান ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা (৩টি করে উইকেট)। ভিক্টর নিয়াউচি নেন ২ উইকেট, আর মাধেভেরে ৩ ওভারে ২ মেডেনসহ মাত্র ২ রানে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

২০১৮ সালে সিলেটেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সেই স্মৃতি যেন আবারও ফিরে এল তাদের বোলিং নৈপুণ্যে।

বাংলাদেশ একাদশ: শান্ত (অধিনায়ক), জয়, সাদমান, মুমিনুল, মুশফিক, জাকের (উইকেটরক্ষক), মিরাজ, তাইজুল, হাসান, খালেদ, নাহিদ।
জিম্বাবুয়ে একাদশ: আরভিন (অধিনায়ক), উইলিয়ামস, মাধেভেরে, বেনেট, ওয়েলচ, মায়াভো (উইকেটরক্ষক), কারান, এনগারাভা, মাসাকাদজা, মুজারাবানি, নিয়াউচি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!