1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে হারিয়ে টি–টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেল আরব আমিরাত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

টেস্ট খেলুড়ে বাংলাদেশ দলের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি জয় তুলে নিল আরব আমিরাত। শুধু তাই নয়, এটি এই সংস্করণে তাদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়ও।

উদ্বোধনী জুটিতে দুই দলই শুরুটা দারুণ করে। ৯ ওভারে বাংলাদেশ তোলে বিনা উইকেটে ৯০ রান। তবে আরব আমিরাত ছিল আরও একধাপ এগিয়ে—তারা ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ৯৬ রান।

শেষ পর্যন্ত নাটকীয় এক ম্যাচে ১ বল হাতে রেখেই ২ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক আরব আমিরাত। তবে এই জয়ের নেপথ্যে বাংলাদেশের খারাপ বোলিং ও ফিল্ডিং বড় ভূমিকা রাখে। শেষ দুই ওভারে আমিরাতের প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারে শরীফুল ইসলাম ১টি উইকেট নিলেও দেন ১৭ রান। ফলে শেষ ওভারে জয়ের জন্য আমিরাতের দরকার পড়ে মাত্র ১২ রান।

শেষ ওভারে তানজিম হাসান সাকিব ওয়াইড দিয়ে ওভার শুরু করেন, দ্বিতীয় বলেই ছক্কা হজম করেন। তাতে সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৪ রানের। পরের বলেই একটি উইকেট তুলে নেন তানজিম। চতুর্থ বলে ১ রান হয়। পঞ্চম বলে বুকসমান উচ্চতায় বল করায় ‘নো’ বল ডাকেন আম্পায়ার। সেই বলেই হায়দার আলী দুই রান নিয়ে দলকে এনে দেন অবিস্মরণীয় এক জয়।

মাত্র দ্বিতীয় টি–টোয়েন্টি খেলতে নামা হায়দার আলী ৬ বলে ১৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট