দীর্ঘ দেড় বছর পর দেশের মাটিতে টেস্টে জয়ের দেখা পেল বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিম্বাবুয়েকে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছে টাইগাররা।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২২৭ রান করে। জবাবে বাংলাদেশ দুই সেঞ্চুরিতে ৪৪৪ রান তোলে। এরপর ২১৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখান মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ৫ উইকেট নিয়ে তিন দিনের মধ্যেই ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ফাইফারের কৃতিত্ব গড়েন এই অফ স্পিনার।
তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটসহ ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে ফেরান তিনি। পাশাপাশি নাঈম হাসানও নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২২৭ ও ১১১
বাংলাদেশ: ৪৪৪
ফল: বাংলাদেশ জয়ী ইনিংস ও ১০৬ রানে