নারী বিশ্বকাপ বাছাই পর্বে লাহোরে রোমাঞ্চকর এক ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে দরকার ছিল ৫৯ রান, হাতে মাত্র ৪ উইকেট। অনেকেই যখন আশা ছেড়ে দিয়েছিলেন, তখন এক প্রান্তে অবিচল ছিলেন রিতু মণি। তার অপরাজিত ৬৭ রানের অসাধারণ ইনিংসেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান তোলে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৬৩ রান করেন ডেলানি।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই ফারজানা হক শূন্য রানে ফেরেন। দ্বিতীয় ওপেনার ইশমা তানজিমও করেন মাত্র ২ রান। এরপর শারমিন (২৪) ও জ্যোতি (৫১) কিছুটা প্রতিরোধ গড়লেও দ্রুতই ফিরতে হয় তাদের।
দলের ইনিংস গুছিয়ে নেন রিতু মণি। তাকে সহায়তা করেন নাহিদা আক্তার, যিনি ১৭ বলে অপরাজিত ১৮ রান করেন।
রিতুর ৬১ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংসে ৪৮.৪ ওভারে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।