1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা, নেতৃত্বে লিটন দাস

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই দুটি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের একটি শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ মে) বিকেলে ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হলো অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নাম।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে তৈরি করা এই দলে তরুণদের ওপর ভরসা রেখেছে বিসিবি। দলের সহ-অধিনায়ক করা হয়েছে স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসানকে।

টি-টোয়েন্টি দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর শান্তর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার অধীনে সেই সিরিজে জয় পায় বাংলাদেশ, যা পরবর্তীতে তাকে পূর্ণাঙ্গ অধিনায়কত্বের পথে নিয়ে যায়। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের সফর। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে লিটন বাহিনী।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড (আরব আমিরাত ও পাকিস্তান সফর):
লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট