ভারতে প্রবেশের সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার হয়েছেন বিস্ফোরকসহ ৭টি মামলার পলাতক আসামি ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদ।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি ভারতে প্রবেশের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
আব্দুস ছামাদ আযাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত সাতটি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কোনো রাজনৈতিক পরিচয় অস্বীকার করলেও পাসপোর্ট যাচাই-বাছাইয়ে বেরিয়ে আসে তিনি বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামি এবং পুলিশের কালো তালিকাভুক্ত।
তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মৌলভীবাজার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।