1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

বিএনপি মহাসচিবের অভিযোগ ও দাবি

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবিতে বিএনপি বারবার আওয়াজ তুলেছে।

রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার কাছে দেওয়া পত্রের উল্লেখ:

  • প্রথম পত্র (১০ ফেব্রুয়ারি):

    • প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে দেওয়া পত্রে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জানানো হয়।

  • দ্বিতীয় পত্র (১৬ এপ্রিল):

    • সর্বশেষ সাক্ষাৎকালে দেওয়া পত্রে পতিত ফ্যাসিবাদী দল ও তাদের সহযোগীদের দ্রুত বিচার করে দেশের রাজনীতিকে জঞ্জালমুক্ত করার দাবি জানানো হয়।

বিএনপির অবস্থান:

মির্জা ফখরুল বলেন, আলোচনায় বিএনপি স্পষ্ট করেছে যে, আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব এবং উচিত।

  • বিএনপি প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

  • ফ্যাসিবাদী সরকারের পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তেরও প্রতিবাদ করেছিল বিএনপি।

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত:

  • মির্জা ফখরুল বলেন, “আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।”

  • তিনি আরো বলেন, “প্রাসঙ্গিক আইন সংশোধন করে গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি।”

বিএনপির সতর্কবার্তা:

  • মির্জা ফখরুল বলেন, “আমাদের দাবি মেনে আগেই এ সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর অবস্থায় সরকারকে পড়তে হতো না।”

  • ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্তে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

  • “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই,” মির্জা ফখরুল বলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!