1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

নির্বাচন ইস্যুতে ড. ইউনূসের সঙ্গে সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঈদুল আজহার দিন (৭ জুন) গুলশানের বাসভবন ফিরোজায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ পরামর্শ দেন বলে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

খালেদা জিয়া মনে করেন, নির্বাচন নিয়ে বিরোধ না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানই হবে যৌক্তিক। একইসঙ্গে ড. ইউনূসের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব ঘোচানোর কথাও বলেন তিনি।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস লন্ডনে চার দিনের সফরে রয়েছেন। ১৩ জুন তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার কথা।

বিএনপি নেতারা জানিয়েছেন, বৈঠকে মূলত নির্বাচনের সময়সূচি ও নির্বাচন কমিশন ইস্যুতে আলোচনা হবে। সরকারের সঙ্গে বিএনপির মূল মতপার্থক্য এখন নির্বাচন আয়োজনের সময় নিয়ে—সরকার চায় ২০২৬ সালের এপ্রিল, আর বিএনপি চায় ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে “সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট” বলে মন্তব্য করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!