
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর তফসিল ঘোষণা হওয়ায় চাঁদপুরের হাইমচরে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাইমচর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলা সদর আলগী বাজারে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক খান ও মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল ও আজিজুল হক বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্য থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন এবং সাধারণ সম্পাদক মিলাদ মাঝি।
মিছিল শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply