
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় সাগরপাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (আনুমানিক বয়স ৫৮ বছর) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কাথরিয়া ইউনিয়নের হালিয়াপাড়া ও রত্নপুর সীমান্ত এলাকার সাগরের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি সাগরে মাছ ধরতে গিয়ে কোনো ফিশিং ট্রলার (নৌকা) থেকে পড়ে যেতে পারেন। আবার তাকে অন্য কোথাও হত্যা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। ভেসে আসা মরদেহটি পরে সাগরের চরে আটকে যায় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মুখে দাড়ি রয়েছে। তিনি শার্ট ও কালো জ্যাকেট পরিহিত ছিলেন এবং পরনে ছিল লুঙ্গি। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, সাগরের পানির কিনারে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply