1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

সংক্রান্তি শেষে সূচনা: ঐতিহ্য, আত্মবিশ্বাস ও নবযাত্রার আহ্বান

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বাংলা বর্ষপঞ্জির অন্তিম দিন চৈত্র সংক্রান্তি ও তার পরদিনের পহেলা বৈশাখ—এই দুই দিন একত্রে বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের গৌরবময় প্রতিচ্ছবি। পুরাতনের অবসান আর নতুনের আবাহনের এই সন্ধিক্ষণ আমাদের শুধু উৎসবের আনন্দে ভাসিয়ে নেয় না, স্মরণ করিয়ে দেয় আত্মজিজ্ঞাসা, নতুনভাবে গুছিয়ে নেওয়ার দায় এবং সম্মিলিত পথচলার প্রতিশ্রুতি।

চৈত্র সংক্রান্তি মূলত একটি বিদায়ের দিন—পুরনো বছরের ক্লান্তি, কষ্ট, গ্লানি আর অপ্রাপ্তির বোঝা নামিয়ে রাখার সময়। এই দিন ঘিরে বাংলার গ্রামীণ সমাজে যে লোকজ উৎসব পালিত হয়—গান, নাচ, খেলা আর নানা রীতিতে তা প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সংযোগের জানান দেয়। এটি শুধু একটি সাংস্কৃতিক প্রথা নয়, বরং প্রজন্মান্তরে চলে আসা বাঙালির আত্মার উৎসব।

এরপর আসে পহেলা বৈশাখ—নতুন বছরের প্রথম দিন। এটি বাঙালির সার্বজনীন উৎসব, যা ধর্ম, শ্রেণি বা ভৌগোলিক সীমা অতিক্রম করে সকলের মধ্যে সংহতি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ আজ এই উৎসবের এক বলিষ্ঠ সাংস্কৃতিক প্রতীক, যার শিকড় বহু বছর আগের আনন্দ শোভাযাত্রা ও মঙ্গল প্রত্যাশার ইতিহাসে প্রোথিত।

এই দিনে আমরা শুধু পান্তা-ইলিশের স্বাদ, বৈশাখী সাজ-পোশাক বা মেলার রঙিন উৎসবে মেতে উঠি না—আমরা নতুন করে স্বপ্ন দেখি, প্রতিজ্ঞা করি। ব্যক্তি ও জাতীয় জীবনের সংকটময় সময়ে এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয়, সম্ভাবনার দরজা কখনো বন্ধ হয় না। প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগ—আত্মশুদ্ধি, ঐক্য আর উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার।

আসুন, চৈত্র সংক্রান্তির প্রাকৃতিক বিদায়কে সম্মান জানিয়ে, নববর্ষকে করি মানবিকতা, শান্তি ও প্রগতির নতুন অধ্যায়ের সূচনা। বাংলা ১৪৩২ হোক সত্য, সৌন্দর্য আর শুভবোধে উজ্জ্বল।

শুভ নববর্ষ!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট