1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

আগামীকাল ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামীকাল সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির সামনে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বাজেট বক্তব্য সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোতেও প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

বাজেট পেশের সময়সূচি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও, রোববার প্রকাশিত চূড়ান্ত তথ্য অনুযায়ী, উপস্থাপনার সময় বিকেল ৩টাই নির্ধারিত হয়েছে।

সূত্র জানায়, এবারের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যার মধ্যে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা আসবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে। এনবিআরবহির্ভূত রাজস্ব আয় ১৯ হাজার কোটি এবং করবহির্ভূত আয় ৪৬ হাজার কোটি টাকা ধরা হতে পারে।

প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন ব্যয় নির্ধারিত হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২১ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ৫ হাজার কোটি টাকায় পূরণের পরিকল্পনা রয়েছে।

অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃতায় আগামী অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার প্রত্যাশা তুলে ধরতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!