
রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরের পর এবার ধানমন্ডিতে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, বাসটিতে কীভাবে আগুন লেগেছে বা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আগুন লাগার আগে সাত-আটজন তরুণকে বাসের পাশ দিয়ে হাঁটতে দেখা যায়। এরপরই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। নাশকতা না দুর্ঘটনা—তা নিশ্চিত করতে তদন্ত চলছে।
এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply