প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনায় মূলত তিনটি বিষয়ে আলোচনা হয়েছে—সংস্কার, বিচার এবং নির্বাচন। শনিবার (২৪ মে) রাতে যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা—আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা যেকোনো সময় শুরু হতে পারে এবং চলতে থাকে। এটি নির্বাচন বা বিচার প্রক্রিয়ার ওপর নির্ভরশীল নয়।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি এই সরকার একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব দেবে। আমরা সেই সংস্কার চলমান রাখতে চাই এবং ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, তা হলে আমরা সেগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেব।”
বিএনপির পক্ষ থেকে এই বৈঠককে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একটি ‘গঠনমূলক সংলাপ’ হিসেবেই দেখা হচ্ছে।