প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় এ বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও, বিএনপি নেতারা সন্ধ্যা সোয়া ৭টার পর থেকেই সেখানে প্রবেশ করতে শুরু করেন।
চার সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে রয়েছেন কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য, এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার মতপার্থক্যসহ একাধিক ইস্যু নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যেই প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’ সংক্রান্ত খবর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই প্রেক্ষাপটে আলোচনার প্রয়োজনীয়তা থেকেই বৈঠকটি আহ্বান করা হয়।
বিএনপির পর রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামি ও পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গেও পৃথক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার বিকেলে জানান, রোববার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।
আচমকা রাজনৈতিক অস্থিরতা এবং গুঞ্জনের মধ্যে বিএনপির প্রতিনিধি দলের এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।