1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

“গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের”

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

বক্তব্যে ড. ইউনূস বলেন, “ক্ষমতায় থাকার জন্য গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার দেশের মানুষের বুকে গুলি চালিয়েছে এবং একটি মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। এমনকি আহতদের চিকিৎসা থেকে বিরত রাখতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। এতে অনেক আহত মানুষ চিকিৎসাবঞ্চিত হয়েছিলেন।”

তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহীদ পরিবারের পাশাপাশি আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!