1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

১২ ফেব্রুয়ারির গণভোট সামনে রেখে জনসচেতনতামূলক প্রচারণা শুরু

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সারাদেশে এই প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এই প্রচারণা চালাবেন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে জনগণকে সরাসরি অবহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

প্রচারণা চলাকালে উপদেষ্টারা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এসব সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার স্থানীয় সরকার ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজও দেশের বিভিন্ন প্রান্তে এ কার্যক্রম তদারকি করছেন। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে দেশজুড়ে লিফলেট বিতরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!