1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

চাঁদপুর–৩ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র জমা

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে নতুনভাবে গড়ে ওঠা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

কমরেড মো. জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বাসদের সমন্বয়ক কমরেড দীপালি রানী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার ও জেলা কমিটির সদস্য ডা. শ্যামল চন্দ্র ঘোষ, কমিউনিস্ট পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা সুনীল কৃষ্ণ মাঝি, কৃষক নেতা তাপস কুমার সাহা ও সুমন কৃষ্ণ মাঝি, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস এবং শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরে আলম নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাস্তে মার্কার প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। মানুষ যেন ভয়হীনভাবে ভোট দিতে পারে, সে ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, “এবারের নির্বাচনের মাধ্যমে মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির পথরেখা রচনা করতে হলে বামপন্থী প্রার্থীদের ভোট দেওয়া অনিবার্য হয়ে পড়েছে। অন্যথায় ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হবে এবং উগ্র সাম্প্রদায়িকতা ও বিজ্ঞানবিরোধী সমাজের বিস্তার ঘটবে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, মানুষের মুক্তির পথ হলো সমাজতন্ত্র। শোষণমুক্ত সমাজ গঠনের জন্য দেশের টেকসই অর্থনীতি বিনির্মাণে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তুলতে হবে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!