
চাঁদপুর শহরের শিশু শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ মডার্ণ শিশু একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ।
চাঁদপুর মডার্ণ শিশু একাডেমির পরিচালক ও অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনামুল হক মজুমদার, মফিজুল ইসলাম মিয়াজী, মো. জিন্নাহ, পায়েল, উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন, শিক্ষক শাহানারা আক্তার, মোসা. ফাহিমা আক্তার, শাহানাজ পারভিন, শামীমা আক্তার, মাদিনা আক্তার, অনন্যা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম এবং চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক সাংবাদিক আশিক বিন রহিমসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, চাঁদপুর মডার্ণ শিশু একাডেমি পাঠদানের পাশাপাশি শৃঙ্খলা, মানবিকতা ও সৃজনশীলতা বিকাশে যে ভূমিকা রাখছে, তা প্রশংসার যোগ্য।
বক্তারা আরও বলেন, পরীক্ষার ফলাফল শিক্ষাজীবনের একটি ধাপ মাত্র। ভালো ফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় আগ্রহী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply