চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বিকেল ৪টা ১৫ মিনিটে হাইয়ান বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও চীনের ভাইস গভর্নর কিওনগাই বো তাকে স্বাগত জানান।
🔹 সফরের মূলসূচি:
📌 ২৭ মার্চ: বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগদান ও উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য
📌 ২৮ মার্চ:
🔹 সম্ভাব্য চুক্তি ও সহযোগিতা:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বড় কোনো চুক্তি নয়, তবে কিছু সমঝোতা স্মারক সই হতে পারে যা ভবিষ্যৎ সরকারের জন্য নতুন পথ তৈরি করবে।