1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’, থাকছে ১৩২টি হলে প্রদর্শনী

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিনেমাপ্রেমীদের জন্য মুক্তি পাচ্ছে ছয়টি নতুন চলচ্চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, সিনেমাটি ঈদের দিন (৮ জুন) থেকে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে।

সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ বেশ তুঙ্গে। ঢালিউড সুপারস্টার শাকিব খান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘তাণ্ডব’-এর হল লিস্ট প্রকাশ করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।”

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, গুণী অভিনেতা আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে। ঈদ উপলক্ষে সিনেমাটি ঘিরে দর্শক মহলে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!