
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে কনসার্ট চলাকালে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মো. শরিফ (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কনসার্টে শেখ হাসিনার নামে ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তবে পুলিশ বলছে, স্লোগানের ঘটনা নয়, উচ্ছৃঙ্খল যুবকদের ভাঙচুর ঠেকাতে তারা অ্যাকশনে যায়।
এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়লে কনসার্ট পণ্ড হয়ে যায় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চমেক ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত ব্যক্তি ও তার সঙ্গে আসা লোকজন ঘটনাটি নিয়ে বিস্তারিত জানাতে অনীহা প্রকাশ করছেন। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply