1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

খুলনায় অনুষ্ঠিত আঞ্চলিক ‘ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম-২০২৫’ শীতকালীন সেশন

হাকিম, স্টাফ রিপোর্টার, বাগেরহাট
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে বন্যা, জলোচ্ছ্বাস ও চরম আবহাওয়ার ঝুঁকি ক্রমবর্ধমান। এই প্রেক্ষাপটে মৌসুমী পূর্বাভাসের ব্যবহার জোরদার করতে খুলনার সিটি ইন হোটেলে বুধবার অনুষ্ঠিত হলো আঞ্চলিক ‘ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম-২০২৫’ (শীতকালীন সেশন)। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে এবং RIMES, কেয়ার বাংলাদেশ ও বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় এই ফোরাম আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে RCAF-কে একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জলবায়ু সহনশীলতা বাড়লেও চরম আবহাওয়া নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

ফোরামের শুরুতে RIMES-এর সিনিয়র মেটিরিওলজিক্যাল অফিসার সৈয়দা সাবরিনা সুলতানা স্বাগত বক্তব্য দেন। পরে জলবায়ু সেবা বিশেষজ্ঞ আসিফ উদ্দিন বিন নূর, নবপল্বব প্রকল্পের প্রতিনিধি ফেরদৌস আলম, এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রজেক্ট ডিরেক্টর হাসানুল বান্না বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম উপস্থাপন করেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস.এম. কামরুল হাসান ২০২৫ সালের গ্রীষ্মকালীন পূর্বাভাসের পারফরম্যান্স বিশ্লেষণ ও শীতকালীন পূর্বাভাস তুলে ধরেন। এছাড়া কৃষি, প্রাণিসম্পদ ও স্থানীয় পর্যায়ে জলবায়ু তথ্য ব্যবহারের অগ্রগতি নিয়ে উপস্থাপনা হয়।

শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দৈনিক আবহাওয়া বুলেটিনের প্রস্তাবিত সংস্করণ নিয়ে মতামত শেয়ার করা হয়। সমাপনী বক্তব্যে এস.এম. কামরুল হাসান খাতসমূহের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ফোরামে BMD, BADC, DLS, CARE, RIMES, BBC মিডিয়া অ্যাকশনসহ বিভিন্ন সরকারি সংস্থা, স্থানীয় মিডিয়া ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!