
রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৭) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, পাপ্পু মাদককারবারিদের গুলিতে নিহত হয়েছেন। নিহতের ছোট ভাই হৃদয় শেখ বলেন, “জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে মাদক কারবারি পাপ্পার লোকজন আমার ভাইকে গুলি করেছে।”
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী জানান, সন্ধ্যায় একটি ফোন কল পেয়ে পাপ্পু বাসা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরই খবর পান যে তাকে গুলি করা হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি স্বামীর মরদেহ দেখতে পান।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) দেব কুমার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply