
রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানিয়েছেন, সোমবার ভোর রাত পৌনে ৪টার দিকে ব্যাংকের সামনে ফুটপাতে এ বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, “হেলমেট পরা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনায় কেউ আহত বা আটক হয়নি।”
ওসি আরও জানান, এটি নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply