
দেশজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে এক বা দুইটি হতে পারে মাঝারি থেকে তীব্র। এ সময় দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৩ জানুয়ারি) প্রকাশিত আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকতে পারে। তবে এই সময়ে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পাশাপাশি এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র, যেখানে তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।
এছাড়া এই মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। কখনো কখনো এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply