1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:২১ অপরাহ্ন

দেশজুড়ে ২৪ ঘণ্টায় ২৮ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫ জন শিশু। তবে এই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি।

সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, নতুন শনাক্তদের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জনে। সুস্থ হয়েছেন একই সংখ্যক মানুষ। করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩.০৫ শতাংশ।

এদিকে, রোববার এক পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য অধিদফতর দেশের জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!