1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

দিনাজপুরের বিরামপুরে জামায়াতের ছাত্র-যুব-নাগরিক সমাবেশে জনতার উপচেপড়া ভিড়

মোঃ আকমাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের বিরামপুরে জামায়াতের উদ্যোগে ছাত্র-যুব- নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা আড়াইটার সময় বিরামপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল ছাত্র-যুব-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সাবেক জেলা আমীর, দিনাজপুর ছয় বিরামপুর -হাকিমপূর- ঘোড়াঢাট- নবাবগঞ্জ আসনের দাঁড়ি পাল্লা প্রতীকের এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোঃ জাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি মোঃ মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত সিনেট সদস্য ফাহিম রেজা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরার সদস্য মোঃ রাজিবুর রহমান পলাশ, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান আজাদ, শিবির সাংগঠনিক জেলা দক্ষিণ- এর সভাপতি মোঃ মোশফিকুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোঃ এনামুল হক, বিরামপুর উপজেলা আমির মোঃ হাফিজুর রহমান বিএসসি, নবাবগঞ্জ উপজেলা আমির, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবুল কাশেম, ঘোড়াঘাট উপজেলা আমির মোঃ আমিনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আমির মোঃ মোফাখখারুল ইসলাম মোল্লা, নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জামায়াতের জেলা ইউনিট সদস্য মোঃ নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন।তারা আগামী দিনে কোন চাঁদাবাজ,টেন্ডারবাজ, দুর্নীতিগ্রস্থ, চরিত্রহীন, অনৈতিক কাজে লিপ্ত ইসলাম বিদ্বেষী কোন দলের,মতের,পথের মানুষকে দেশের ক্ষমতায় দেখতে চায়না।পাঁচ আগস্ট দু’হাজার চব্বিশ পরবর্তী সময়ে যারা অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি,লুট- তরাজ,বালু মহল দখল, প্রশাসনে অবৈধ সুবিধা আদায়ে অন্যায্য হস্তক্ষেপ, নারীর শ্লীলতাহানির সাথে জড়িত তাদেরকে আর এমপি – মন্ত্রী হিসেবে দেখতে চায় না। আর এজন্যই সারা দেশে টেকনাফ থেকে পাথুরিয়া সর্বত্রই ইনসাফভিত্তিক, ন্যায়বিচার পূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে একাত্মতা পোষণ করে দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থীকে তথা ইসলামপন্থী শক্তির পক্ষে গণ জোয়ার তৈরি করেছে।তাই আসুন, জনতার এ মতামতকে শ্রদ্ধা জানিয়ে দিনাজপুর ছয় আসনের প্রার্থী মজলুম জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!