
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক ও গণসংযোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা এক পর্যায়ে মহাসমাবেশের রূপ নেয়। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত গ্রাম থেকে গ্রাম, বাড়ি থেকে বাড়ি—সবখানেই দেখা যায় মানুষের ভিড়, উচ্ছ্বাস ও নির্বাচনী পরিবেশ।
দিনব্যাপী এসব উঠান বৈঠক ও গণসংযোগে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের সমস্যা শোনেন এবং ধানের শীষের উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগকালে তিনি বলেন, এ দেশ সোনার বাংলা, আমরা সবাই মিলে আবারো সোনার বাংলা গড়ব। আপনারা ধানের শীষে ভোট দিলে এই এলাকায় উন্নয়ন হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। তিনি আরও বলেন, এলাকায় স্বাস্থ্যসেবার জন্য একটি ক্লিনিক করা হবে এবং শিশুদের পড়াশোনার জন্য ভালো মানের শিক্ষক রাখা হবে। ধানের শীষে ভোট দিলে জনগণ তাকে পাশে পাবে এবং তিনি এ এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন।
তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দিনের শুরুতে ৯নং ওয়ার্ডের নুরুল্লাহপুরে আবু গাজীর বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর তালুকদার বাড়ি, সরকার বাড়ি, ৬নং ওয়ার্ডের গাবতলি, ধনপর্দ্দি এলাকা, জয়নাল আবেদীন মিজি বাড়ি, ইয়াজউদ্দিন মিজি বাড়ি, হাশেমে বাড়ি মাওলানা ভিলা, কানাই মাস্টার বাড়ি ও বড় খান বাড়িসহ পুরো ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলা, অনিয়ম ও জনদুর্ভোগ থেকে মুক্তি পেতেই মানুষ এবার পরিবর্তনের প্রত্যাশায় একত্রিত হয়েছে। তরুণ, নারী ও প্রবীণদের সক্রিয় অংশগ্রহণে দিনভর পুরো ইউনিয়নে নির্বাচনী উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। উঠান বৈঠক ও গণসংযোগজুড়ে মানুষের মুখে ছিল উন্নয়ন, পরিবর্তন ও নতুন প্রত্যাশার আলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply